করোনায় অসহায়দের পাশে অধরা খান

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ১০:১২
অ- অ+

চলমান বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাব সব কিছুই উলট পালট করে দিয়েছে। এই ভাইরাসের থাবায় বাংলাদেশেও ইতোমধ্যে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আক্রান্তের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। থমকে গেছে জনজীবন। এতে সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। যারা দিন আনে দিন খায়।

এসব মানুষের সহায়তায় সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থার পাশাপাশি চলচ্চিত্র জগতের তারকারাও এগিয়ে আসছেন। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে করোনায় অসহায় হয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘মাতাল’ খ্যাত চিত্রনায়িকা অধরা খানও। মঙ্গলবার তিনি ১০০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ প্রসঙ্গে অধরা খান জানান, ‘রাজধানী ঢাকার নন্দীগ্রাম দক্ষিণ বনশ্রী এলাকার ১০০ পরিবারকে এসব খাদ্য সামগ্রী দিয়েছি। ধনী বা গরীব এমন বাছ বিচার করিনি আমরা। সত্যিকার অর্থেই যাদের জিনিসগুলো দরকার ছিল, আমরা তাদেরকেই এগুলো দিয়েছি। আগামী সপ্তাহেও এরকম আরেকটি কার্যক্রম চালানোর ইচ্ছা আছে।’

চলমান করোনার প্রাদুর্ভাব নিয়ে এই নায়িকা বলেন, ‘এটা নিয়ে আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। আসুন আমরা সবাই মিলে স্বাস্থ্য সচেতনতা মেনে সতর্কতার সঙ্গে করোনাভাইরাস রোধ করি। সরকারি নির্দেশ মেনে যার যার বাসায় অবস্থান করে এবং দূরত্ব মেনে চলে সবাই সুস্থ থাকি, পরিবার নিয়ে ভালো থাকি।’

ঢাকাটাইমস/০১এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পল্লীবন্ধু এরশাদ চিরকাল মানুষের হৃদয়ে কণক প্রদীপ হয়ে জ্বলবেন
চাঁদা না দেওয়ায় পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ: গ্রেপ্তার ৩
ছন্দে ফিরলেন লিটন, সমতায় ফিরল টাইগাররা
১২ দিনে রেমিট্যান্স এলো ১০৭ কোটি মার্কিন ডলার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা