ময়মনসিংহে অ্যাম্বুলেন্সে মদ পাচার, গ্রেপ্তার ৩

ব্যুরো প্রধান, ময়মনসিংহ
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২০, ১৫:৪২

ময়মনসিংহে অ্যাম্বুলেন্সে মদ পাচারের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- অ্যাম্বুলেন্সচালক সজিব মনির ঋষিদাস, অমর হরিজন ও নেহাল পাল। তারা ময়মনসিংহ সদর উপজেলার কোতয়ালি থানার বাসিন্দা।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলার মুক্তাগাছা শহরের ফাঁড়ি পুলিশ স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, শুক্রবার মুক্তাগাছা উপজেলার ঋষিপাড়া থেকে চোলাই মদ সংগ্রহ করে চালকসহ তিনজন দ্রুতগতিতে অ্যাম্বুলেন্সটি নিয়ে যাচ্ছিল। গোপন খবর পেয়ে পুলিশ অ্যাম্বুলেন্স ও মিনারেল ওয়াটারের বোতলে রাখা বেশকিছু বোতল চোলাই মদ জব্দ এবং চালকসহ তিনজনকে গ্রেপ্তার করে।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, দেশে করোনাভাইরাস পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সে মদ পাচারের ঘটনা অকল্পনীয় ও দুঃখজনক। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা ও ময়মনসিংহ আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :