জেলেদের চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১৯:১৬

বরগুনায় জেলেদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে নৌবাহিনীর সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যানের নাম আলাউদ্দিন পল্টু। তিনি জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

জেলেদের জন্য বরাদ্দকৃত ৪৪ মেট্রিকটন চালের মধ্যে ২৭ মেট্রিকটন চাল আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।

কাকচিড়া ইউনিয়নের জেলেদের ভিজিএফ চাল বিতরণের দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তা (ট্যাগ অফিসার) রণজিৎ মিস্ত্রী বলেন, ‘আমার অনুপস্থিতিতে ৪৪ মেট্রিকটন চাল বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু। বিষয়টি জানার পর তাৎক্ষণিক আমি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের জানাই।’

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, ‘চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু চাল বিতরণে ব্যাপক অনিয়ম করেছেন। ঘটনাস্থল পরিদর্শণ ও জেলেদের সঙ্গে কথা বলে আমরা এর সত্যতা পেয়েছি।’

ঢাকাটাইমস/০৪এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :