আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১৯:২৯
অ- অ+

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বগুড়ার শাজাহানপুরে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের উপর্যুপুরি ছুরিকাঘাতে আবু বক্কর সিদ্দিক (২৭) নামে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের মাথইলচাপড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সিদ্দিক মাথইলচাপড় গ্রামের ইউছুফ আলীর ছেলে।

স্থানীয়রা বলছে, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের বিরোধ চলে আসছিল। দুপুর একটার দিকে প্রতিপক্ষের লোকজন অপর পক্ষের ওপর হামলা চালিয়ে কুপিয়ে তিনজনকে আহত করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। অপর দুই আহতকে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত একই গ্রামের রুহুল আমীনের ছেলে মনিরুজ্জামান মনিরের (৩৫) অবস্থা আশঙ্কাজনক।

শাজাহানপুর থানার ওসি আব্দুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা টাইমসকে জানান, জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা