মধুপুরে রাস্তার পাশে নবজাতকের লাশ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ২২:০৮
অ- অ+

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার শহরের টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের চাড়ালজানী নামক স্থানের ব্রীজ সংলগ্ন রাস্তার পাশে পড়ে থাকা একটি ওষুধের কার্টুন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

প্রতক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে কে বা কারা একটি যানবাহন থেকে কার্টুনটি ফেলে। এরপর মানসিক ভারসাম্যহীন এক পথচারী ওই কার্টুনটি খুলে। তিনি লোকজনকে ইশারায় ডাকাডাকি করলে তারা কাছে গিয়ে ওই নবজাতকের লাশ দেখতে পায় ।

থানার পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, করোনাভাইরাস প্রতিরোধে টহলরত তাদের একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। এসময় সেখানে লোকজনের ভিড় দেখে গাড়ি থামিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানান তিনি।

ঢাকাটাইমস/০৪এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা