১৯৩০ সালের পর এই প্রথম আর্থিক মন্দার মুখে বিশ্ব

ঢাকা টাইমস ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ এপ্রিল ২০২০, ১০:৫৯| আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১১:২১
অ- অ+

১৯৩০ সালের ভয়ঙ্কর আর্থিক মন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতিতে খারাপ প্রভাব পড়তে শুরু করেছে। এমনটাই জানিয়েছেন আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। করোনার প্রভাবে বিশ্বে অর্থনীতি বিরাট ধাক্কা খেতে চলেছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

আইএমএফের এই প্রধান বলেন, মহামারি করোনার জেরে ভয়ঙ্কর আর্থিক মন্দার সাক্ষী হবে ২০২০ সাল। এমনকি, ১৯৩০ সালের ভয়ঙ্কর আর্থিক মন্দার পর এই প্রথম বিশ্ব অর্থনীতিতে এতটা খারাপ অবস্থা হতে পারে এ বছরে। বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।

আইএমএফের ম্যানেজিং ডিরেক্টর বলেছেন, আজ গোটা বিশ্ব সংকটের মুখোমুখি হয়েছে। করোনা আমাদের সামাজিক-অর্থনৈতিক গতি ব্যাহত করেছে, যা আমাদের জীবদ্দশায় আগে ঘটেনি।

জর্জিভা আরও বলেছেন, বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাস। কোটি কোটি মানুষের জীবনে সংকট দেখা দিয়েছে। তার কথায়, ‘কয়েক সপ্তাহ আগে পর্যন্তও সবকিছু স্বাভাবিক ছিল। এখন স্কুল যাওয়া, কাজে বেরোনো, সবকিছুই বিপজ্জনক’।

ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ‘আমরা আন্দাজ করতে পারছি যে, এবছর আর্থিক মন্দা সবথেকে খারাপ হবে। তিন মাস আগে পর্যন্ত আশার আলো দেখেছিলাম যে ২০২০ সালে ১৬০টিরও বেশি দেশের মাথাপিছু আয় বাড়বে। এখন আমাদের মনে হচ্ছে, এ বছর ১৭০টিরও বেশ দেশের মাথাপিছু আয় খারাপ হবে’।

১৯২৯ সালে বিশ্বব্যাপী ভয়ঙ্কর আর্থিক মন্দা হয়। ১৯২৯ সালে ওয়াল স্ট্রিটে ধসের জেরে মার্কিন যুক্তরাষ্ট্রে মন্দার সূত্রপাত ঘটে। এর প্রভাব চলেছিল ১০ বছর পর্যন্ত। করোনার প্রভাবে আর্থিক মন্দা পুষিয়ে নিতে কত বছর লাগে সেটাই এখন দেখার বিষয়।

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা