করোনা সংক্রমণ রোধে মাশরাফির জীবাণুনাশক কক্ষ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১৭:২৩ | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২০, ১৬:৫৯

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে জীবানুণাশক কক্ষ তৈরি করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে আধুনিক ও ব্যয়বহুল এই পদ্ধতি চালু করা হলো।

নড়াইল সদর হাসপাতালের প্রবেশমুখে জীবানুণাশক কক্ষটি স্থাপন করা হয়েছে। হাসপাতালে আগত ডাক্তার, নার্স থেকে শুরু করে সবাই এই কক্ষের ভেতর দিয়েই হাসপাতালে প্রবেশ করছেন। কক্ষটি ভেতরে ঢুকলে তা শরীরে জীবাণুনাশক স্প্রে করবে।

স্টিম বা বাষ্প ছিটানো এই স্প্রে জীবাণু ধ্বংসের একটি কার্যকর পদ্ধতি। এক্ষেত্রে শরীর ভিজবে না। আবার জীবাণুও মরে যাবে। হাসপাতালে আগত চিকিৎসক, নার্স, রোগী, সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিক, অ্যাম্বুলেন্স চালক, হাসপাতালে প্রবেশ ও হাসপাতাল ত্যাগকারী সবাই এর দ্বারা উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

অত্যাধুনিক ও দেশে প্রথমবারের মতো এমন জীবাণুণাশক পদ্ধতি চালু করায় নড়াইল এক্সপ্রেস খ্যাত সাংসদ মাশরাফিকে ধন্যবাদ জানিয়েছে নড়াইলবাসী।

জানা গেছে, কিছুদিনের মধ্যেই নড়াইল লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একটু জীবাণুনাশক কক্ষ স্থাপন করা হবে। পাশাপাশি জননিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের জন্যও একটি ডিসইনফেক্টর চেম্বার বা জীবাণুনাশক কক্ষ স্থাপনের কথা রয়েছে জাতীয় ক্রিকেট দলের সফলতম এই অধিনায়কের।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কারই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :