কাউখালীতে প্রথম করোনা রোগী শনাক্ত

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ২২:১১

পিরোজপুরের কাউখালীতে প্রথম ৭২ বছর বয়সী একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার শিয়ালকাঠী গ্রামে। তার আক্রান্তের খবর পাওয়ার পর মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন। জেলার সিভিল সার্জন হাসনাত ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার সকালে ওই বৃদ্ধ শ্বাসকষ্ট নিয়ে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যায়। সেখান থেকে তার নমুনা পরীক্ষার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। মঙ্গলববার বিকালে সেখান থেকে তার নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। যাতে করোনা পজেটিভ।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল খায়ের মাহামুদ রাসেল জানান, ওই বৃদ্ধ চিকিৎসা নিতে এলে তার নমুনা ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়ে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পাঠালে পিরোজপুর সিভিল সার্জনকে এ তথ্য জানানো হয়।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা বলেন, ওই বৃদ্ধের করোনায় আক্রান্তের বিষয়টি জানার পর তাকে ও তার স্ত্রীকে পাশের এলাকায় তাদের আরেকটি বাড়ির আলাদা দু’টি রুমে আইসোলেশনে রাখা হয়েছে। আর তাদের বসবাসরত বাড়িটি লকডাউন করা হয়েছে।

ঢাকাটাইমস/২৯এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :