বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু হচ্ছে

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ১৩:১৯
অ- অ+

করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দরে শুরু হচ্ছে আমাদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার বিকালে বেনাপোল-পেট্রাপোল চেকপোস্টের নো-ম্যানস ল্যান্ডে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছেন দু’দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন।

করোনা পরিস্তিতির কারণে গত ২৩ মার্চ থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সবপ্রকার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এ দীর্ঘ সময় পেট্রাপোল বন্দরে সৃষ্টি হওয়া পণ্যবাহী ট্রাকের জট কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী ও বনগাঁ আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি পরিতোষ বিশ্বাস জানান, ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মতপার্থক্যের জন্য আগের মতো বাণিজ্য চালু করা যাচ্ছে না। ফলে পাটবীজসহ বিভিন্ন ধরনের পচনশীল পণ্য ও শিল্প-কারখানায় ব্যবহৃত কাঁচামাল আটকে পড়ায় বাংলাদেশি ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় পেট্রাপোল বন্দরের ২২১৪টি পণ্যবোঝাই ট্রাক আটকে আছে ।

কার্তিক চক্রবর্তী আরও জানান, ভারতীয় ট্রাকচালকরা বাংলাদেশে গেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখবে পেট্রাপোল পুলিশ। তাই ভারতীয় ট্রাক নো-ম্যানস ল্যান্ড পর্যন্ত যাবে। বাংলাদেশি ট্রাকচালক ও শ্রমিকরা সেখান থেকে মালামাল লোড-আনলোড করে নেবে। এছাড়া সেখানে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও গ্লাভসের ব্যবস্থা থাকবে।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার আব্দুল ওয়াহাব জানান, বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে নো-ম্যানস ল্যান্ড ব্যবহার করতে হবে।

এ বিষয়ে বন্দরের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার।

ঢাকাটাইমস/৩০এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমিরাতের কাছে টি ২০ সিরিজ হারলো বাংলাদেশ
আজ শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সকাল-সন্ধ্যা অবস্থান করবে ছাত্রদল
জিওটেক্সটাইলের গবেষণা ও উৎপাদন বাড়াতে হবে
তারুণ্যের সমাবেশ ঘিরে সিরাজগঞ্জে যুবদলের প্রস্তুতি সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা