তথ্যপ্রতিমন্ত্রীর ‘হ্যালো ডাক্তারে’ মিলবে চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মে ২০২০, ১৩:৫১
অ- অ+

করানোদিনে সবকিছু স্থবির। বিশেষ করে চিকিৎসকরা অনেকেই ব্যক্তিগত চেম্বার করতে পারছেন না। লকডাউনের কারণে রোগীরা হাসপাতালে যাওয়া আসা করতেও বিরম্বনায় পড়ছেন। তাই এইসময়ে টেলিফোনে স্বাস্থ্যসেবা দিতে যাত্রা করেছে টেলিমেডিসিন সেন্টার ‘আমার ডাক্তার’।

তথ্যপ্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদ্যোগে চালু হওয়া এই টেলিমেডিসিন সেন্টারে ফোন করে দেশের যেকোনো প্রান্ত থেকে সেবা পাওয়া যাবে। প্রাথমিক অবস্থায় ৪০জন চিকিৎসক টেলিফোনে সেবা দেবেন। পরে আরও লোক বাড়ানো হবে।

বৃহস্পতিবার টেলিমেডিসিন সেন্টারটি উদ্বোধন করেন ডা. মুরাদ হাসান।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, ‘পৃথিবীজুড়ে চলমান করোনাভাইরাস মহামারির ভয়াবহ এই সময়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমরা চিকিৎসক। তাই আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করছি, এই দুর্যোগে মানুষ ঘরে বসেও যেন স্বাস্থ্যসেবা পান।’

তিনি বলেন, ‘প্রাথমিক পর্যায়ে দেশের খ্যাতনামা ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসক স্বাস্থ্যসেবা দেবেন ‘আমার ডাক্তার’ সেন্টারে। পরে চাহিদা অনুযায়ী সেবার পরিধি বাড়ানো হবে। এই সেন্টার থেকে সেবা পেতে ফোন করতে হবে ০৯৬১১৫৫৫২২২ নম্বরে। সেন্টারের ফেসবুক পেজেও যোগাযোগ করা যাবে।’

টেলিমেডিসিন সেন্টারের এই উদ্যোগে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সঙ্গে আছেন তার স্ত্রী ডা. জাহানারা আহসান। সহ-উদ্যোক্তা ডা. মো. আশরাফুজ্জামান সজীব, সহ-সমন্বয়ক ডা. ফাইম চৌধুরী সনি, ডা. খন্দকার মুস্তাক আদনান ও ডা. মমতাজুল হাসান শিমুল।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পরিবার আপনাদের সেবায় টেলিমেডিসিন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক চিকিৎসা বিষয়ক পরামর্শ দেওয়ার ব্রত গ্রহণ করেছেন। আপনারা সম্পূর্ণ বিনা খরচে প্রতিদিন প্রতিটি মুহূর্তে এই চিকিৎসাসেবা যেন পান,সে লক্ষ্যেই এই চিকিৎসকেরা কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ।’

(ঢাকাটাইমস/০১মে/বিইউ/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
মশা মারার যন্ত্র বানিয়ে তাক লাগালেন বাংলাদেশের প্রতিষ্ঠান থিংক ল্যাবস
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা