রূপগঞ্জে গাঁজা ও বিলাসবহুল গাড়িসহ দুজন গ্রেপ্তার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মে ২০২০, ২০:২২| আপডেট : ০৬ মে ২০২০, ২০:৩৭
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। বুধবার বেলা ১১টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকা থেকে গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চকুটি এলাকার বাহা উদ্দিন বাবুল ও জামালপুর জেলার ইসলামপুর থানার জেদ্দারপাড়া পশ্চিম কুলাকান্দি এলাকার কোরবান আলীর ছেলে মনির হোসেন। এ সময় গাঁজা বহনকারী একটি বিলাশ বহুল গাড়ি জব্দ করা হয়।

বুধবার বিকালে র‌্যাব-১ এর কর্মকর্তা মেজর আব্দুল্লাহ আল মেহেদী প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, বুধবার বেলা ১১টার দিকে র‌্যাব-১, সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এশিয়ান হাইওয়ে (বাইবাস) সড়কের কাঞ্চন পৌরসভার পশ্চিম কালাদী এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে গাঁজা বহনকারী একটি জীপ গাড়ি, নগদ ৩৪ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড ও একটি নারী পুলিশের আইডি কার্ড জব্দ করা হয়।

গ্রেপ্তাররা তাদের ব্যবহৃত গাড়িতে সাদা কাগজে ‘পুলিশ’ লেখা স্টিকার ব্যবহার করে দীর্ঘদিন বিভিন্ন মাদকদ্রব্যের চালান নিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক কারবার করে আসছিল। গ্রেপ্তারদের রূপগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধ মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/৬মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় নার্সারি থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার
ঝিনাইদহে সুদীপ হত্যার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা