ভারতে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিশেষ ট্রেন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ মে ২০২০, ১২:৪২

প্রায় দুই মাসের মতো বন্ধ থাকার পর ভারতে আগামীকাল (মঙ্গলবার) থেকে নিয়ন্ত্রিত মাত্রায় যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হচ্ছে। আপাতত ১৫ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাব রোধে প্রায় দুই মাস বন্ধ আছে মেইল, এক্সপ্রেস ও শহরতলির ট্রেন চলাচল। খবর এনডিটিভির।

রবিবার এক টুইটারে দেশটির রেলমন্ত্রী পীযুষ গয়াল জানিয়েছেন, সোমবার বিকাল ৪টা থেকে একমাত্র আইআরসিটিসির মাধ্যমে কাটা যাবে টিকিট। স্টেশনের ম্যানুয়াল টিকিট কাউন্টার বন্ধ থাকবে।

রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, দিল্লি থেকে দেশের অন্য শহরকে যুক্ত করবে এই রেল পরিষেবা। সেই তালিকায় আছে পশ্চিম বাংলা, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, জম্মু, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা আর ত্রিপুরা।

নির্দেশিকায় স্বাস্থ্যবিধি প্রসঙ্গে বলা হয়েছে, যেসব যাত্রীদের কনফার্ম টিকিট থাকবে তারাই একমাত্র নয়াদিল্লি স্টেশনে ঢুকতে পারবেন। যাত্রীদের সবাইকে মাস্ক পরে আসতে হবে। স্টেশনে ঢোকার মুখে খুঁটিয়ে পরীক্ষা করা হবে যাত্রীদের। যাদের করোনা উপসর্গ থাকবে তারা যেতে পারবেন না। যাত্রীদের সর্বক্ষণিক সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।

প্রত্যেক ট্রেনে এসি কামরা থাকবে এবং স্টপেজ সীমিত হবে। ট্রেনের সময়সূচি সংক্রান্ত বিস্তারিত যথাযথ সময়ে জানানো হবে।

ভারতে মার্চ থেকে ২০ হাজারেরও বেশি ট্রেনের বগি কোভিড-১৯ আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। আরও কয়েক হাজার বগি বিভিন্ন রাজ্য আটকাপড়া পরিযায়ী শ্রমিকদের নিজ নিজ রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য রিজার্ভ করা হয়েছে এবং এসব ট্রেন প্রতিদিন চলাচল করছে। আগামী ১৭ মে ভারতজুড়ে জারি থাকা লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এরপর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে কিনা এখনো সে সিদ্ধান্ত আসেনি।

ঢাকাটাইমস/১১মে/এমআর

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসিসহ সব আরোহী নিহত: রাষ্ট্রীয় গণমাধ্যম

প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারের ধ্বংসাবশেষে প্রাণের কোনো চিহ্ন নেই

ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনা: ধ্বংসাবশেষের স্থান শনাক্ত

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

এই বিভাগের সব খবর

শিরোনাম :