বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন অব্যাহত রাখুক ঢাকা টাইমস

জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল ‘ঢাকা টাইমস টুয়েন্টিফোর ডটকম’এর অষ্টম বর্ষে পদার্পণ করায় শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দলের এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশের শীর্ষ স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস টুয়েন্টিফোর ডটকম’ সফলতার সঙ্গে সপ্তমবর্ষ পার করে ৮ম বর্ষে পদার্পণ করায় প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আগামীতেও এই ধারা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করছি।
তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ স্বাধীন গণমাধ্যম। স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তবে বর্তমানে দেশে আইনগতভাবে মুক্ত গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও বাস্তবে তা খুঁজে পাওয়া যায় না। বর্তমান সময়ে রাজনৈতিক ও ক্ষমতা শক্তির কাছে অধিকাংশ গণমাধ্যম তাদের স্বাধীন মতামত প্রকাশে বাধার সম্মুখীন হচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে সকল বাধাকে উপেক্ষা করে গণমাধ্যমকে তার মূল ধারায় ফিরে আসতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, হারানো গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমকে পূর্বের ন্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তাহলেই একটি গোষ্ঠির হাতে বন্দি থাকা বাংলাদেশ মুক্ত হয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’
‘ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকম’ স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে প্রত্যাশা করেন মির্জা ফখরুল। তিনি ‘ঢাকা টাইমসের’ সঙ্গে সংশ্লিষ্ট সকলের সাফল্য কামনা করেন।
(ঢাকাটাইমস/১৪মে/বিইউ/এইচএফ)

মন্তব্য করুন