ঢাকায় আসা-যাওয়া বন্ধে আইজিপির কড়া নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ মে ২০২০, ২১:৫৭ | প্রকাশিত : ১৭ মে ২০২০, ১৯:৫৩

দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন নতুন রেকর্ড সৃষ্টি করছে। এর মধ্যেই অনেকে ঈদকে সামনে রেখে সাধারণ ছুটিতে ঢাকায় আসা-যাওয়া করছেন। এটি বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশনা দিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। জনগণের সার্বিক কল্যাণের জন্য সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মানতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশপ্রধান।

রবিবার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সকল পুলিশ কর্মকর্তার উদ্দেশে আইজিপি বলেন, ‘সরকারের পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যেন কোনোভাবেই ঢাকার বাইরে থেকে কেউ ঢাকায় এবং ঢাকা থেকে ঢাকার বাইরে কেউ যেতে না পারেন। একইভাবে প্রতিটি জেলা ও মহানগরীতে জনস্বার্থে কঠোরভাবে এ বিষয়টি বাস্তবায়ন করতে হবে।’

চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে দেশে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে। আর অচেনা এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৩২৮ জনের।

বেনজীর আহমেদ বলেন, ‘ঈদ উপলক্ষে ও সরকার ঘোষিত বর্ধিত ছুটি উদযাপনের জন্য অনেকেই গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। এটি কোনোভাবেই হতে দেয়া যাবে না। প্রধানমন্ত্রী জনগণের সার্বিক কল্যাণের জন্য যেসব নির্দেশনা দিয়েছেন, তা সকলকে যথাযথভাবে অনুসরণ করতে হবে।’

শপিংমল ও মার্কেটগুলো যেন নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা হয় সেই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন আইজিপি। সেই সাথে সাধারণ মানুষকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।

এদিকে দুপুরে প্রায় আড়াই ঘণ্টা মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। করোনা পরিস্থিতিতে পুলিশের সার্বিক কার্যক্রম পর্যালোচনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।

আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা জনগণের সুরক্ষা নিশ্চিত করতে হাসি মুখে জীবনের ঝুঁকি নিচ্ছে। অনেক সদস্য ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়েছেন। তাদের সুচিকিৎসা ও কল্যাণের জন্য সব উদ্যোগ নেওয়া হয়েছে।’

দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যরা যাতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করেন সে বিষয়ে তাগিদ দিয়ে আইজিপি বলেন, দেশ ও মানুষের সেবা একটি বিরল সুযোগ। এ সুযোগ কাজে লাগিয়ে মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থায়ীভাবে আসন করে নিতে সকলকে আহবান জানান। পাশাপাশি, জনসেবার এ অভূতপূর্ব ধারা অব্যাহত রাখতে বলেন।

(ঢাকাটাইমস/১৭মে/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

১৫৭ উপজেলায় দুই লক্ষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

মধ্যরাত থেকে সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা

উপজেলা নির্বাচন: মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী, কার কী দায়িত্ব

ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনোয়ারুল, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’

এসএমসি প্লাস ও রিচার্জের সব ড্রিংকস বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

সমন্বয় সভায় কর্মকর্তাদের বিশেষ দিক-নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমারের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

উপজেলা নির্বাচন: প্রথম ধাপের চেয়েও দ্বিতীয় ধাপে ভোট সুষ্ঠু হবে

‘স্বাস্থ্যসেবায় দরিদ্র জনসংখ্যার চাহিদা পূরণে সরকারের বরাদ্দ অপর্যাপ্ত’

মঙ্গলবার ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :