জাজিরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ

শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের টাকা দিয়ে প্রলুব্ধ করার অভিযোগ উঠেছে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রিস ফরাজীর বিরুদ্ধে। আরও অভিযোগ, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে গভীররাত পর্যন্ত মাইকিং, ব্যানার পোস্টারে নৌকা মার্কার ছবি টাঙাচ্ছেন তিনি।
এমনটাই অভিযোগ করেছেন নির্বাচনে ইদ্রিস ফরাজীর প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কার প্রার্থী এস এম আমিনুল ইসলাম রতন। শনিবার রাতে ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে তিনি এসব অভিযোগ করেন।
আমিনুল ইসলাম রতনের দাবি, ‘মোটরসাইকেল মার্কার প্রার্থী ইদ্রিস ফরাজী একজন চিহ্নিত আদম ব্যবসায়ী। এছাড়া তিনি মানি এক্সচেঞ্জের মাধ্যমে অবৈধ ডলার ব্যবসা করে কালো টাকা আয় করছেন। সেই টাকা এখন ভোটারদের মাঝে বিলি করছেন।’
ঘোড়া মার্কার প্রার্থীর আরও অভিযোগ, ‘নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের মাঝে নগদ টাকা দিচ্ছেন ইদ্রিস ফরাজী। এছাড়া নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করছেন একের পর এক। এতে সুষ্ঠু নির্বাচন বাধাগ্রস্ত হবে বলে আমি আশঙ্কা করছি।’
আমিনুল ইসলাম রতন ঢাকা টাইমসকে বলেন, ‘এ ব্যাপারে আমি নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দিয়েছি।’
এদিকে অভিযোগের বিষয় মোটরসাইকেল মার্কার প্রার্থী ইদ্রিস ফরাজীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি প্রশ্ন শুনে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
(ঢাকাটাইমস/১৯মে/এজে)

মন্তব্য করুন