পাবজি খেলার লোভ দেখিয়ে ৩০ শিশুকে বলাৎকার, যুব অধিকার পরিষদ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মে ২০২৪, ১৮:৪১| আপডেট : ১৯ মে ২০২৪, ১৮:৫১
অ- অ+

বাচ্চাদের সঙ্গে বিকৃত যৌনাচারের অভিযোগে রাজশাহী জেলার কাটাখালীর আশরাফ মেমোরিয়াল মডেল স্কুলের শিক্ষক মো. আব্দুল ওয়াকেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শিক্ষকতার পাশাপাশি গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদের রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি সংগঠনের রাজশাহী জেলার সভাপতি।

পুলিশ বলছে, কোচিং করানোর আড়ালে কোমলমতি ছাত্রদের বলাৎকার করতেন এই শিক্ষক। এই উদ্দেশ্যে শিশু শিক্ষার্থীদের চকলেট এবং মোবাইলে পাবজি গেমস খেলার প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে সখ্যতা গড়তেন। এভাবে ৩০ জনের অধিক ছাত্রের সঙ্গে অপ্রাকৃতিক যৌনলালসা পূরণ করেছেন এই শিক্ষক। আর সেসব দৃশ্য মোবাইলে ধারণ করে জমা রাখতেন পেনড্রাইভ, কম্পিউটার ও এক্সটার্নাল হার্ডডিস্কে।

মার্কিন সংস্থার তথ্য সহায়তায় এই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

সম্প্রতি বেশ কয়েকজন ভুক্তভোগী ছাত্র ও তাদের অভিবাবকদের দেওয়া তথ্যে শনিবার মধ্যরাতে মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটনের মতিহার থানার ২৯ নং ওয়ার্ড নং ওয়ার্ডের ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ২টি হার্ডডিস্ক ও ২টি পেনড্রাইভ জব্দ করা হয়। এসব ডিভাইসে স্কুল পড়ুয়া কোমলমতি ছাত্রদের বিপুল পরিমাণ নগ্ন ছবি, ভিডিও এবং চাইল্ড পর্নোগ্রাফির কন্টেন্ট পাওয়া গেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মো. আজাদ রহমান জানান, ওই শিক্ষক যৌন নিপীড়নের ভিডিও ধারণ করে নিজের মুঠোফোন, পেনড্রাইভ, কম্পিউটার এবং এক্সটার্নাল হার্ডডিস্কে সংরক্ষণ করে রাখেন। সার্চ ইঞ্জিন এসব তথ্য পৌঁছে দেয় যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লোয়েটেড চিলড্রেন (এনসিএমইসি) নামের একটি প্রতিষ্ঠানের কাছে। বাংলাদেশে এই প্রতিষ্ঠানের সহযোগী হিসেবে কাজ করে সিআইডি। তাই এনসিএমইসি এসব ভিডিওকে ‘চাইল্ড অ্যাবিউজড’ কন্টেন্ট হিসেবে সিআইডিকে পাঠায়। এ তথ্যের ভিত্তিতে সিআইডির নিজস্ব ক্রিমিনাল ইন্টেলিজেন্স টিম তদন্ত শুরু করে।

প্রাথমিক তদন্তে সিআইডি স্থানীয় ভুক্তভোগী কয়েকজন ছাত্র ও তাদের অভিভাবকের কাছ থেকে ওই শিক্ষক সম্পর্কে তথ্য সংগ্রহ করে। পরে শনিবার রাতে শ্যামপুর ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

যেভাবে শিক্ষার্থীদের নির্যাতন করতেন শিক্ষক

সিআইডি জানায়, মো. আব্দুল ওয়াকেল রাজশাহীর কাটাখালীর আশরাফ মেমোরিয়াল মডেল স্কুলের একজন শিক্ষক। ছাত্রাবস্থায় তার এলাকায় টিচ-ইন নামের একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। কোচিংয়ের শিক্ষকতা করার সময় থেকেই সে কোচিংয়ের কোমলমতি ছাত্রদের টার্গেট করে চকলেট এবং মোবাইলে গেমস খেলার প্রলোভন দেখিয়ে সখ্যতা গড়ে তুলতেন। পরে তাদেরকে ফুসলিয়ে তার কোচিং সেন্টারে অথবা নিজ বাড়িতে এবং কখনো কখনো আশপাশের আম/লিচু বাগানে নিয়ে যেতেন।

এরপর সরলমনা ছাত্রদের চকলেট এবং পাবজি গেম ডাউনলোড করা মোবাইল ফোন হাতে দিয়ে গেম খেলতে বলতেন। বাচ্চারা তখন জনপ্রিয় পাবজি গেম খেলা নিয়ে প্রচণ্ড ব্যস্ত থাকতো। এই সুযোগে তাদের সাথে অপ্রাকৃতিক যৌনলালসা চরিতার্থ করার উদ্দেশ্যে শিশু বাচ্চাদের সঙ্গে বিকৃত যৌনাচার করতেন। এসব দৃশ্য পূর্ব থেকে সেট করা মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করে তা সংরক্ষণ করে রাখতেন। সিআইডি জানায়, যৌন নিপীড়নের শিকার সব শিশুরা তার ছাত্র ছিল।

জিজ্ঞাসাবাদে যা বললেন ওই শিক্ষক

সিআইডি মিডিয়া সেল জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওয়াকেল স্বীকার করেন যে, অনার্স পড়ার সময় থেকে ছেলে বাচ্চাদের সঙ্গে বিকৃত যৌনাচার করতেন। এ নেশার কারণেই তিনি বালকদের কোচিং সেন্টার চালু করেছিলেন। কোচিং সেন্টারে পড়া বাচ্চাদেরকে নানাভাবে প্রলুব্ধ করে বিভিন্ন গোপনীয় স্থানে নিয়ে যেতেন। এরপর তাদের পছন্দের মোবাইল গেম খেলতে দিয়ে ব্যস্ত রেখে তাদের সঙ্গে বিকৃত যৌনাচারে লিপ্ত হতেন।

তার ভষ্যমতে, এ পর্যন্ত ৩০ জন স্কুলছাত্রকে বলাৎকার করেছেন। গ্রেপ্তারকালে তার ব্যবহৃত মুঠোফোন, পেনড্রাইভ এবং কম্পিউটারের একাধিক হার্ডডিস্কে স্কুল পড়ুয়া কোমলমতি ছাত্রদের বিপুল পরিমাণ নগ্ন ছবি, ভিডিও এবং চাইল্ড পর্নোগ্রাফির কন্টেন্ট পাওয়া গেছে।

অভিযুক্তের বিরুদ্ধে তার বর্তমান কর্মস্থল আশরাফ মেমোরিয়াল মডেল স্কুল, কাটাখালী, রাজশাহীর প্রধান শিক্ষক বাদী হয়ে পল্টন মডেল থানায় ডিএমপিতে পেনাল কোড, ১৮৬০ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ মোতাবেক একটি মামলা করেছেন।

সিআইডি কর্মকর্তা আজাদ জানান, সারাবিশ্বে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ এবং অপরাধীদের আইনের আওতায় আনার জন্য আইওএম, ইউএনওডস, এনসিএমইসি, ফেসবুক, গুগল, মাইক্রোসফট ও সিআইডি একসঙ্গে কাজ করে যাচ্ছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত থেকে আবদুল ওয়াকিলকে তার পরিবার খুঁজে পাচ্ছিল না। গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ শুক্রবার বিষয়টি সাংবাদিকদের জানান। তিনি বলেন, আবদুল ওয়াকিল সম্প্রতি একটি দেশের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে সোচ্চার ছিলেন। রাজনৈতিক কারণে হয়রানি করতে তাঁকে তুলে নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। তবে তাকে গ্রেপ্তারের পর পুলিশ জানাল অপকর্মের কাহিনি।

(ঢাকাটাইমস/১৯মে/এলএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে: বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
পুরানা পল্টনের সাব্বির টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ারের ৭ ইউনিট
যারা নির্বাচন পেছাতে চায় তারা ফ্যাসিবাদকে আমন্ত্রণ জানাচ্ছে : সালাম
ডা. জোবাইদা রহমানের নিরাপত্তা নিয়ে যা জানাল পুলিশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা