হাসপাতাল কর্মীদের ঈদ উপহার দিলেন মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২০, ২০:০১
অ- অ+

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাতটি নগর মাতৃসদনের সকল কর্মচারীদের ঈদের উপহার সামগ্রী দিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। আর করোনায় হাসপাতালে কর্মরত ডাক্তার ও নার্সদের সঙ্গে ঈদের দিন শুভেচ্ছা বিনিময় করবেন মেয়র।

রবিবার ডিএনসিসির তথ্য কর্মকর্তা মামুনুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে কর্মরত ৩৮০ জন, কুয়েত মৈত্রী হাসপাতালে কর্মরত ১২৫ জন এবং ডিএনসিসির সাতটি নগর মাতৃসদনে কর্মরত ১৭৫ জন কর্মচারীর মেয়রের ঈদ শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

এদিকে কোভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসায় নিবেদিত ডাক্তার ও নার্সদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ আগামীকাল ঈদের দিন বেলা সাড়ে এগারোটায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এবং বেলা ১২টায় কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে উত্তর সিটি মেয়র দুটি হাসপাতালের ডাক্তার ও নার্সদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে।

একইসঙ্গে হাসপাতাল দুইটির পরিচালকদের কাছে ডাক্তার ও নার্সদের জন্য ঈদ শুভেচ্ছা উপহার হস্তান্তর করবেন মেয়র আতিকুল ইসলাম।

ঢাকাটাইমস/২৪মে/কারই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা