২০১১ বিশ্বকাপ ফাইনালে কেন দুবার টস করেছিলেন ধোনি?

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ মে ২০২০, ১৭:৪৩

২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা। লঙ্কানদের ৬ উইকেটে হারিয়ে ২৮ বছর পর ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন ভারত। কিন্তু সেদিন ফাইনাল ম্যাচ শুরুতেই বিতর্কের জন্ম নিয়েছিল। ২ মার্চ, ২০১১ বিশ্বকাপ ফাইনালে দুবার টস হয়েছিল। তাও ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কথাতেই, ৯ বছর পেরিয়ে সেই রহস্য ফাঁস করলেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।

লকডাউনে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে এসে সাঙ্গাকারা জানান কেন সেদিন ধোনি দ্বিতীয়বার টস করতে বলেছিলেন। দেশের মাটিতে বিশ্বকাপ ফাইনালে খেলছে ভারত, তাই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ছিল কানায় কানায় দর্শকে ঠাসা। শুরু থেকেই গ্যালারিতে শব্দব্রহ্ম তো ছিলই।

সেই প্রসঙ্গ টেনে এনে সাঙ্গাকারা বলেন, ‘ওয়াংখেড়ের টসের ঘটনা আমার মনে আছে। সেদিন ধোনি নিশ্চিত ছিল না। সে আমাকে বলে যে, আমি টেল কল করেছি? আমি বলি হেড বলেছি। ম্যাচ রেফারিও তো বলেন, আমি জিতেছি। কিন্তু ধোনি বলে না, ফলে একটা দ্বিধা তৈরি হয়। তাই আবার টস করতে হয়।’

দ্বিতীয়বার টস জেতেন সেই সাঙ্গাকারা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি না, হয়তো ভাগ্যবান ছিলাম আমি তাই দ্বিতীয়বারও টস জিতি। আমার বিশ্বাস ভারত টস জিতলে তারাও প্রথমে ব্যাটিংই নিত।’

ফাইনালে হারের প্রসঙ্গে অশ্বিনকে সাঙ্গাকারা বলেন, ‘আমরা হারি বা জিতি, জয় পরাজয়ে সমানভাবে প্রতিক্রিয়া দেখানোর ভারসাম্য আমাদের আছে। আসলে হাসির আড়ালে অনেক দুঃখ, হতাশা লুকিয়ে ছিল।’

(ঢাকাটাইমস/২৯ মে/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!

বিশ্বকাপে কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হচ্ছে না নিউজিল্যান্ডের

কবে উন্মোচন করা হবে টাইগারদের বিশ্বকাপ জার্সি?

বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

বাংলাদেশের বিশ্বকাপ দলকে নিয়ে যে বার্তা দিলেন মাশরাফি

অবসরের ঘোষণা দিলেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী

বিশ্বকাপ খেলতে মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা: হাথুরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :