করোনা সংক্রমণে বিশ্বে সপ্তম ভারত

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২০, ১০:৩১
অ- অ+

করোনা সংক্রমণ আগের চেয়ে বাড়ার কারণে নবম স্থান থেকে সপ্তমে উঠে এল ভারত। ১ লক্ষ ৮৮ হাজারের গণ্ডি টপকে পেরিয়ে গেল জার্মানি এবং স্পেনকে। করোনা সংক্রমণের হারে রোজই নতুন নতুন রেকর্ড হচ্ছিল ভারতে। রবিবার সকালে দেশটির স্বাস্থ মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৩৮০ জনের শরীরে সংক্রমণ ঘটেছে। আগের সমস্ত রেকর্ড ভেঙে দিল এই সংখ্যা। গত তিনদিন ধরেই ভারতের ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ হচ্ছিল, যা নিয়ে বাড়ছিল উদ্বেগ। তবে রবিবার তা সর্বোচ্চ হওয়ায় ১ লক্ষ ৮৮ হাজারের কোটা পেরিয়ে সোজা সপ্তম স্থানে উঠে এল ভারত। পিছনে ফেলে দিল জার্মানি, ফ্রান্স। সেখানে এখনও পর্যন্ত সংক্রমিতের সংখ্যা ১লক্ষ ৮৩ হাজার।

বিশেষজ্ঞদের একাংশের কথায় কভিড-১৯ ভাইরাসটি যেভাবে প্রতিনিয়ত চরিত্র বদল করছে এবং গতি বাড়াচ্ছে, তাতে পরিস্থিতি দিনদিন সংকটজনক হয়ে উঠছে। শুধু ভারতেই নয়, বিশ্বের অন্য়ান্য দেশগুলোও যখন লকডাউন শিথিল করার কথা ভাবছে, তখনই বিপদ আরও জাঁকিয়ে বসতে পারে। এই সতর্কবার্তা দিচ্ছেন। এমনকী ধীরে ধীরে সব স্বাভাবিকের পথে গেলে করোনা সংক্রমণে দ্বিতীয় ধাক্কা খেতে হতে পারে। ফের আরও ভয়ংকর রূপ নিয়ে ফিরতে পারে করোনা। কিন্তু ভারতের মতো অর্থনৈতিক পরিকাঠামোর দেশে এতগুলো দিন সম্পূর্ণ লকডাউনে থাকা কার্যত অসম্ভব। সেকথা মাথায় রেখেই ২ মাস ধাপে ধাপে সব কাজ চালু করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

তবে ব্রিটেন, ব্রাজিলের মতো দেশের পরিস্থিতি যেখানে সংকটজনক, সেখানে লকডাউন শিথিলের সিদ্ধান্ত কার্যত বোকামি ছাড়া আর কিছু নয় বলেও মনে করছে বিশেষজ্ঞদের একাংশ। বিশ্বের করোনা তালিকায় অবশ্য এখনও শীর্ষে আমেরিকা, তারপরেই রয়েছে রাশিয়া, ব্রাজিল, ব্রিটেনের মতো দেশ।

(ঢাকাটাইমস/১জুন/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১০- একটি অসমাপ্ত কবিতার ঘরে ফেরা
২৭ দিনে দেশে ফিরলেন ৭৩ হাজার ৪৯৩ হাজি, ১০ জুন পর্যন্ত ফিরতি ফ্লাইট
মাস্কের নতুন দল গঠনকে ‘উদ্ভট’ বললেন ট্রাম্প, সমালোচনা করলেন নিজেরই নাসা প্রধানের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা