স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার করোনা পজিটিভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৬:১৬| আপডেট : ০১ জুন ২০২০, ১৬:২৬
অ- অ+

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. মাইদুল ইসলাম প্রধান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। সোমবার ঢাকা টাইমসকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইদুল ইসলাম প্রধান বলেন, ‘কাজের সুবাদে অনেকের সঙ্গে নিয়মিত দেখা-সাক্ষাৎ করতে হয়। তাই অনুমান করে বলতে পারছি না আসলে কীভাবে সংক্রমণের শিকার হলাম।’ তবে তিনি সব সময় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলেছেন বলেও জানান।

তিনি যেন শিগগির সুস্থ হয়ে কর্মস্থলে ফিরতে পারেন, এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

সোমবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই কর্মকর্তা লেখেন, ‘ইনশাল্লাহ আমিও ফিরে আসবো, লড়াই চলবে...।’

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দুই হাজার ৩৮১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৩৪ জনে। এছাড়া এই সময়ে করোনায় মারা গেছেন ২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। নতুন সুস্থ হয়েছেন ৮১৬ জন। এ নিয়ে মোট ১০ হাজার ৫১৬ জন সুস্থ হয়েছেন।

(ঢাকাটাইমস/১জুন/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
স্বাস্থ্যে ফ্যাসিবাদীর দোসররা চান না মানুষের সেবা নিশ্চিত হোক: ডা. রফিক
অতিরিক্ত কারা মহাপরিদর্শক হলেন জাহাঙ্গীর কবির
১২ দলীয় জোট কোনো প্রার্থিতা ঘোষণা করেনি: জামাল হায়দার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা