রাণীনগরে ব্যবসায়ী রুঞ্জু হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২০, ১৯:২৫
অ- অ+

নওগাঁর রাণীনগরে ব্যবসায়ী রুঞ্জু মন্ডল হত্যা মামলার একমাত্র এজাহারনামীয় আসামি বহিষ্কৃত ছাত্রলীগ নেতা বাদশা মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে রাণীনগর থানা পুলিশ। সোমবার আসামি বাদশা মাঝিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন চেয়ে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম।

গ্রেপ্তার বাদশা মাঝি উপজেলার রাতোয়াল ন্যাড়াপাড়া গ্রামের বাসিন্দা ও আবাদপুকুর মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতা।

নিহত রুঞ্জু মন্ডলের স্ত্রী দুলালী বিবি বাদি হয়ে শুক্রবার রাতে বাদশা মাঝিকে আসামি করে হত্যা মামলা করেন।

মামল সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার রাতোয়াল গ্রামের শুকবর আলী মন্ডলের ছেলে ব্যবসায়ী রুঞ্জু মন্ডলের গোয়াল ঘরের টিনের চালা কেটে বাড়ির রান্না ঘরে প্রবেশ করে মুখোশধারী বাদশা মাঝি। কৌশলে তিনি ওই বাড়ির পানির মোটর চালু করে। এসময় রুঞ্জু মন্ডল মোটর বন্ধ করতে দরজা খোলা মাত্রই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায় বাদশা মাঝি। পরে গুরুত্বর আহত অবস্থায় রুঞ্জু মন্ডলকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মৃত্যু হয় তার।

ঢাকাটাইমস/০১জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
এসএসসি ও সমমানের ফল প্রকাশ, ৬৮.৪৫ শতাংশ পাস
নদী ভাঙনে ধসে পড়ল ফেনীর সোনাগাজীর ৩ সড়ক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা