চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের রামচন্দ্রপুর হাট বাঘাইরপাড়া এলাকায় মাকে মারায় গণপিটুনিতে বাবু (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত বাবু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর বগিপাড়ার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাবু দীর্ঘ দিন ধরে মাদকের সাথে জড়িত।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, নিহত বাবু সকালে তার মাকে মেরে বাড়ি থেকে বের হয় আসেন। পরে রাত সাড়ে ৮টার দিকে বাবাসহ কয়েক মিলে তাকে মারা শুরু করে। এ পর্যায়ে বাবু ঘটনাস্থলে মারা যান।
তিনি আরো জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবনে মানসিক ভারসম্য হীন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
(ঢাকা টাইমস/১০জুলাই/এসএ)

মন্তব্য করুন