রাজশাহী-চাঁপাই-পাবনায় আরও সাতজনের করোনা পজিটিভ

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ০৩ জুন ২০২০, ২৩:০৬

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে বুধবার নমুনা পরীক্ষায় সাতজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এর মধ্যে রাজশাহীর ২, পাবনার ৩ এবং চাঁপাইনবাবগঞ্জের ২ জন।

রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার দুই শিফটে ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৬১টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে সাতজনের করোনা পজিটিভ হয়েছে।

রাজশাহীর আক্রান্ত দুইজনের বাড়ি জেলার চারঘাট উপজেলায়। এদের মধ্যে একজন চিকিৎসক। চাঁপাইনবাবগঞ্জের দুইজনের মধ্যে একজন মেডিকেল টেকনোলজিস্ট। তার বাড়ি গোমস্তাপুর উপজেলায়। পাবনার তিনজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

রাজশাহীতে নতুন দুইজন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়ালো। আর পাবনায় আক্রান্তের সংখ্যা এখন ৫২। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হলেন ৫৬ জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও নমুনা পরীক্ষা করা হয়। তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেখানকার রিপোর্ট হয়নি।

(ঢাকাটাইমস/৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :