স্পেনে রাষ্ট্রদূত হাসান মাহমুদের চুক্তির মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৮ জুন ২০২০, ১৭:১৬

স্পেনে বাংলাদেশি দূতাবাসের রাষ্ট্রদূত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজি) হাসান মাহমুদ খন্দকারের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও ছয়মাস বাড়িয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার এই প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।

উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৭ সালের ১৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনমূলে স্পেনে বাংলাদেশর রাষ্ট্রদূত পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা হাসান মাহমুদ খন্দকারকে সরকারি চাকরি আইন, ১৮ এর ৪৯ ধারা অনুযায়ী তার পূর্বের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ২৪ আগস্ট যোগদানের তারিখ থেকে পরের ছয়মাসের জন্য পুনরায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালের ১৮ ডিসেম্বর সরকার স্পেনের রাষ্ট্রদূত হিসেবে হাসান মাহমুদ খন্দকারকে নিয়োগ দেয়।

(ঢাকাটাইমস/১৮ জুন/এএ/এইচএফ)

সংবাদটি শেয়ার করুন

প্রশাসন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :