কথা রাখলেন গোলাম রাব্বানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জুন ২০২০, ১৩:৩৫

করোনার কারণে আরও কিছুদিন দায়িত্বে থাকার কথা বললেও সেখান থেকে সরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন গোলাম রাব্বানী। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় ঘোষণা অনুযায়ী সোমবার রাত সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে পদ ছাড়ার কথা জানান রাব্বানী।

ডাকসুর সাংবিধানিক মেয়াদ পেরিয়েছে গত শনিবার। গত মার্চ থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় পুরো দায়িত্ব পালন করতে পারেননি এমন দাবি করে আরও কিছুদিন পদে থাকার ইচ্ছা পোষণ করেন ডাকসুর ভিপি নুরুল হক নুর ও জিএস গোলাম রাব্বানী। গণমাধ্যমে এ নিয়ে খবর প্রকাশিত হলে সমালোচনাও শুরু হয়।

পরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত গোলাম রাব্বানী নিজের অবস্থান থেকে সরে এসে সোমবার বিকালে ফেসবুকে ঘোষণা দিয়ে বলেন, ‘ডাকসুর বিষয়ে আমার বক্তব্য একদম স্পষ্ট। নির্ধারিত মেয়াদের অতিরিক্ত এক মিনিটও পদে থাকতে চাই না। আজ রাত ১২.০০ ঘটিকায় পদ ছেড়ে দেব।’

সেই কথার পর রাতে তিনি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের ছাত্র সংসদের জিএস পদ থেকে সরে দাঁড়ান।

প্রায় ২৮ বছর পর গত বছরের ১১ মার্চ ডাকসু নির্বাচন হয়। এতে ২৫টি পদের ২৩টিই ছাত্রলীগের দখলে যায়। শুধু ভিপি ও সমাজসেবা সম্পাদক পদে জয়ী হন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হক নূর ও আখতার হোসেন।

চাঁদাবাজির অভিযোগের মুখে গত বছরের সেপ্টেম্বরে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে ছাত্রলীগ থেকে অব্যাহতি দেয়া হয়।

(ঢাকাটাইমস/২৩জুন/বিইউ/ইএস)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবারও উত্তেজনা, মধ্যরাতে অস্ত্রের মহড়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একমাত্র ছাত্রীহলের নাম পরিবর্তন

প্রাক মুঘল আমলের ঢাকার ইতিহাস বের করার তাগিদ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মোবাইল ফটোগ্রাফি প্রদর্শনী অনুষ্ঠিত

পেনশন স্কিম বাতিলের দাবিতে হাবিপ্রবি শিক্ষক সমিতির মানববন্ধন

যুক্তরাজ্য গেলেন ঢাবি উপাচার্য, রুটিন দায়িত্বে সীতেশ বাছার

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষার যে সুযোগ দিচ্ছে মালয়েশিয়া

বাহরাইনে এসএসসি পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রীরা

মাধ্যমিকে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ ফাইভ

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যাকাথনে চ্যাম্পিয়ন শাবিপ্রবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :