কালিয়াকৈরে কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২০:০৫

গাজীপুরের কালিয়াকৈরে সদরচালা এলাকায় শনিবার সকালে দখলকৃত এক কোটি ৪০ লাখ টাকার জমি উদ্ধার করেছে বন বিভাগ।

রেঞ্জকর্মকর্তা জানান, উপজেলার সদর চালা (টাওয়ার মার্কেট) এলাকার দেলোয়ার হোসেন (ঢালু) ও তার ছেলে সাখাওয়াত হোসেন কালিয়াকৈর রেঞ্জে মৌচাক বন বিটের জমি জবর দখল করে দীর্ঘদিন বিভিন্ন স্থাপনা তৈরি করে আসছিল।

সংবাদ পেয়ে বন বিভাগের নেতৃত্বে উপজেলার মৌচাক, চন্দ্রা, রঘুনাথপুর, বাড়ইপাড়া বিট ও বনের উপকার ভোগীদের সঙ্গে নিয়ে ওই স্থানে অভিযান চালানো হয়। উদ্ধার কৃত জমির পরিমান ১০ শতাংশ, যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

কালিয়াকৈর চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা একেএম আজাহারুল ইসলাম বলেন, কালিয়াকৈর রেঞ্জের সংরক্ষিত বনভূমি জবরদখলকারী কাউকে ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৭জুন/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :