পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ১৭:৫৬
অ- অ+

পিরোজপুরের কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে আজহার আলী খাঁন (৭৫) নামে এক ব্যক্তি ও তার স্ত্রী রেনু বেগমের (৬০) মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় মৃত ওই দম্পতির তিন বছরের নাতি গুরুত্বর আহত হয়েছে।

জানা গেছে, বৃদ্ধা রেনু বেগম তার নাতিকে সঙ্গে নিয়ে কাঁঠালিয়া গ্রামে তাদের বসতঘরের সামনে (উঠান) আসেন। এসময় হঠাৎ উঠানের উপরে থাকা বৈদ্যুতিক তার ছিঁড়ে বৃদ্ধার গায়ে পড়ে। এসময় রেনু বেগম ও তার নাতি ছিটকে দূরে পড়ে যায়। কিন্তু তখনও রেনু বেগম তারে জড়ানো ছিলেন। এসময় তার স্বামী আজহার আলী তাকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুতস্পৃষ্ট হন। এরপর তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত ইয়াসিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকাটাইমস/১জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ ৮ দেশে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু করতে যাচ্ছে ইসি
মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার ওপর প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা