করোনায় সিইউএফএল কর্মকর্তার মৃত্যু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ২০:৫৪
অ- অ+

আনোয়ারায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) কর্মকর্তা মোজাম্মেল হকের (৬৫) মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে তার করোনা ধরা পড়ে।

মোজাম্মেল হক সিইউএফএল আবাসিক কলোনিতে থাকতেন এবং তার গ্রামের বাড়ি বরগুনা জেলা পাথরঘাটা থানার কোড়ালিয়া এলাকায়। বুধবার সকালে জেলা সিভিল সার্জন অফিস থেকে রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

গত ২৭ জুন নিমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে মোজাম্মেল হক ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি হয়। ওই দিন শেভরন ক্লিনিকে করোনা টেস্টের জন্য তিনি নমুনা দেন। গত ২৯ জুন দুপুর আড়াইটার দিকে ট্রিটমেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার সকালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

মৃতের লাশ নিজ বাড়িতে দাফন করা হয়। বর্তমানে তার পরিবারের অন্য সদস্যরা নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রয়েছেন।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা