সুনামগঞ্জে হাওরের পানিতে পড়ে একজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ০২ জুলাই ২০২০, ২৩:৫৭
অ- অ+

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে নৌকা থেকে হাওরের পানিতে পড়ে বাবু মিয়া (২৮) নামের একজন নিখোঁজ হয়েছে। বাবু মিয়া উপজেলার সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজমল আলীর ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ধারাম হাওর সংলগ্ন উলাসখালী নামক স্থানে এ ঘটনা ঘটে।

উপজেলার সুখাইড়র রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের আজমল আলীর ছেলে বাবু মিয়াসহ কয়েকজন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার হরিপুর গ্রামে ধান কিনতে যায়। ধান কিনে নৌকায় করে ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের উদ্দেশ্যে রওয়া দেওয়ার পথিমধ্যে ধারাম হাওর সংলগ্ন উলাসখালী নামক স্থানে তাদের নৌকাটি বিদ্যুতের তারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় বাবু মিয়া বিদ্যুতের তারের সঙ্গে লেগে পানিতে ছিটকে পড়ে নিখোঁজ হয়। এলাকাবাসী নিখোঁজ বাবুকে উদ্ধারের জন্য চেষ্ঠা চালিয়ে যাচ্ছে।

সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আমানুর রাজা চৌধুরী এই নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/২জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা