জামিনে ছাড়া পেলেন কুশল মেন্ডিস

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ০৮:৪৮

রবিবার তার গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন এক বৃদ্ধ পথচারী। ঘটনায় সোমবার জামিনে ছাড়া পেলেন শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার কুশল মেন্ডিস। রবিবার কুশলকে গ্রেফতার করেছিল হোরেথুদুয়া পুলিশ।

স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী রবিবার ভোর ৫টার আশেপাশে শ্রীলঙ্কান ক্রিকেটারের এসইউভি গাড়িটি ধাক্কা দেয় ওই পথচারীকে। এরপর পথচারীর উপর দিয়েই চলে যায় সেই গাড়ি। দুর্ঘটনার সময় চালকের আসনে ছিলেন কুশল মেন্ডিস। মর্মান্তিক দুর্ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ওই পথচারীকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় তদন্ত শুরু করে হোরেথুদুয়া পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে গাড়ি চালানোর সময় মদ্যপ অবস্থায় ছিলেন না। সোমবার ঘটনায় জামিন পেলেন দেশের হয়ে ৪৪ টেস্ট খেলা ক্রিকেটার।

৪৮ ঘন্টার মধ্যে মেন্ডিসকে কোর্টে পেশ করার কথা ছিল। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী পানদুরা কোর্টে এদিন ১০ লাখ টাকার (শ্রীলঙ্কান রুপি) দু’টি ব্যক্তিগত জামিনে মুক্ত হয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার। উল্লেখ্য, রবিবার দুর্ঘটনার সময় মেন্ডিসের সঙ্গে গাড়িতেই ছিলেন তাঁর জাতীয় দলের সতীর্থ আবিষ্কা ফার্নান্ডেজ। দুর্ঘটনার সময় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্মচারির বিবাহ অনুষ্ঠান থেকে ফিরছিলেন ওই দুই ক্রিকেটার।

তদন্তের স্বার্থে মেন্ডিসের শারীরিক পরীক্ষার জন্য তাকে প্রাথমিকভাবে হাসপাতালে নিয়ে যায় পানাদুরা পুলিশ। দেশের হয়ে ৪৪ টেস্টের পাশাপাশি ৭৬টি ওয়ান-ডে এবং ২৬টি টি২০ খেলা কুশল লকডাউন পরবর্তী সময় পাল্লেকেলেতে জাতীয় দলের হয়ে প্র্যাকটিসও শুরু করেছেন সম্প্রতি। ৭টি শতরান সহযোগে টেস্টে তাঁর সংগৃহীত রানসংখ্যা ২,৯৯৫। পাশাপাশি ২টি শতরান সহ ওয়ান-ডে’তে আপাতত ২,১৬৭ রান সংগ্রহ করেছেন কুশল।

(ঢাকাটাইমস/০৭ জুলাই/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :