সাহারা খাতুনের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১১:১৪

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাহারা খাতুন সারা জীবন সাধারণ মানুষের জন্য ছিলেন নিবেদিত প্রাণ। তার মৃত্যুতে জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো। তিনি ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক।’

অন্যদিকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘‘সাহারা খাতুন আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিতে অটল থেকে গণমানুষের জন্য রাজনীতি করেছেন। তিনি ছিলেন একজন পরীক্ষিত সৎ, বিনয়ী ও কর্মীবান্ধব নেতা। দলের দুঃসময়ে তিনি নেতাকর্মীদের পাশে থেকে আইনিসহ সব ধরণের সহযোগিতা করেছেন।’

ইমরান আহমদ বলেন, ‘একজন দক্ষ,অভিজ্ঞ এবং নিবেদিত প্রাণ রাজনীতিবিদের মৃত্যুতে জাতীয় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হবার নয়। জনসেবা ও গণমানুষের অধিকার আদায়ের লড়াই-সংগ্রামে তার অসামান্য অবদানের কারণে তিনি দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

দুই মন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ব্যাংককের একটি হাসপাতালে মারা যান সাহারা খাতুন। তিনি কিডনি ও শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছিলেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/এনআই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :