​ঈদের তিন নাটকে রাশেদ সীমান্ত

বি‌নোদন প্রতি‌বেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ১৫:৩৬
অ- অ+

ঈদুল আজহার তিন নাটকে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তকে। নাটক তিনটি হল একটি একক এবং দুটি ধারাবাহিক।

বৈশাখী টেলিভিশনের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে নাটক তিনটি পরিচালনা করেছেন আল হাজেন।

ধারাবাহিক ‘শিয়াল বাড়ি’ নাটকে রাশেদ সীমান্তর বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ এবং ‘জামাই বাজার-২’ নাটকে তার বিপরীতে রয়েছেন নাদিয়া আহমেদ। একক নাটক ‘ছোট ভাই’তে তার সহশিল্পী হলেন, তানিয়া বৃষ্টি, শহীদুজ্জামান সেলিম ও জয়রাজ। এ তিনটি নাটকই প্রচার হবে বৈশাখী টেলিভিশনে।

রাশেদ সীমান্তর নাটকের ক্যারিয়ার খুব বেশি দিনের নয়। হাতে গোনা কয়েকটি নাটকে কাজ করেই আলোচনার শীর্ষ কাতারে তিনি। গত ঈদুল আজহায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মধ্য রাতের সেবা’ নাটকের মাধ্যমে সর্বপ্রথম সোস্যাল মিডিয়ায় ভারইরাল হন রাশেদ সীমান্ত। এর আগে দুয়েকটি নাটক প্রচারিত হলেও এ নাটকটি প্রচারের পরপরই আলোচনার শীর্ষে চলে আসেন তিনি। এ নিয়ে মিডিয়া প্রচারণাও ছিল চোখে পড়ার মতো।

রাশেদ সীমান্ত বলেন, আমি কাজ করি বেছে বেছে। গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়ে দেয়ার জন্য অসংখ্য নাটকে কাজ করার পক্ষপাতী আমি নই। ব্যতিক্রমী গল্প না হলে আমি সাধারনত কাজ করিনা। নাটক তিনটি একেবারেই ব্যতিক্রম। নাটকগুলোতে অভিনয় করে সত্যিই ভালো লেগেছে আমার। বরাবরের মতো এ নাটক তিনটিও দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

(ঢাকাটাইমস/১০ জুলাই/আরজেড/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা