মাগুরায় ‘কৃষকের বাজার’ উদ্বোধন

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ২০:৪৪
অ- অ+

উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে মাগুরায় উদ্বোধন করা হয়েছে ‘কৃষকের বাজার’। গত শনিবার সকালে শহরের নোমানি ময়দানে ‘কৃষকের বাজার’ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুল আলম। প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার শহরের নোমানি ময়দানে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এ বাজার চলবে।

শনিবার কৃষক বাজারে চাষিরা তাদের উৎপাদিত লাল শাক, লাউ, কলা, পটল, করলা, পুদিনা পাতা, মিষ্টি কুমড়া, পেঁপে, চিচিংগা, আম, কাঠালসহ বিভিন্ন প্রকার শাক-সবজি ও ফলমূল নিয়ে বাজারে হাজির হন। ন্যায্যমূল্যে শাক-সবজি ও ফলমূল বিক্রয় করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। এদিকে নিরাপদ ও বিষমুক্ত সবজি-ফলমূল পেয়ে খুশি ভোক্তারাও।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদুল আমিন জানান, কৃষি বিপণন অধিদপ্তরের বাস্তবায়নে, জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় জেলার কৃষকদের পণ্য সরাসরি ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় হবে এ বাজারে।

ঢাকাটাইমস/১১জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা