প্রথম দর্শনেই মাহির চমক

গ্লামারকুইন মাহিয়া মাহির হিট সিনেমা ‘পোড়ামন’র সিক্যুয়েল নিয়ে বড়পর্দায় পা রাখেন তরুণ নির্মাতা রায়হান রাফি।তবে সেই সিনেমায় মাহি না থাকলেও সিনেমাটির মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রায়হান রাফি পেয়েছে পাকা স্থান।
নির্মিতাধীন 'স্বপ্নবাজি' সিনেমার মাধ্যমে প্রথমবার মাহিয়া মাহির সঙ্গে কাজের সুযোগ পান রায়হান রাফি।তাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাজ শেষ হবার আগে 'অক্সিজেন' শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্যের কাজ শেষ হয়েছে এরই মধ্যে।যার ট্রেইলার আজ অনলাইনে প্রকাশ পেয়েছে।
১ মিনিট ৪০ সেকেন্ডের ট্রেলারে যেনো এক অন্য মাহীর দেখা মিলেছে। এই করোনার ভয়াবহতার মাঝে অসুস্থ বাবার চিকিৎসার জন্য ঢাকা শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই নিয়ে ‘অক্সিজেন’ এর গল্প। গ্ল্যামারাস বা স্বপ্নকন্যা নয় অভিনেত্রী মাহিয়া মাহী যেনো দেখা দিলেন ‘অক্সিজেন’ এর ট্রেলারে।
যদিও শ্যুটিং শুরু হবার সময় থেকেই আলোচনায় ছিলো ‘অক্সিজেন’। পরবর্তীতে সিনেমার কিছু ষ্টিল ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ হবার পর ভক্ত এবং সিনেমাপ্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।নির্মাতা জানান,'বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সময়কালে একটা মেয়ের তার বাবাকে বাঁচানোর প্রচেষ্টাকেই ঘিরে এর গল্প।করোনাভাইরাসের কারণে লকডাউনের সময়ে চাইলে যেখানে সেখানে ক্যামেরা নিয়ে শুটিং করা সম্ভব ছিলো না। তাই অপেক্ষায় ছিলাম স্বাভাবিকভাবে শুটিং করার সুযোগ আসার। সে সুযোগ আসার পর কিছুদিন আগে আমরা ‘অক্সিজেন’র শুটিং করেছি। আশাকরি দর্শকেরা কাজটি দেখে হতাশ হবেন না।
ক্লাব ১১ এর ব্যনারে নির্মিত ‘অক্সিজেন’ স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনার পাশাপাশি গল্প লিখেছেন রায়হান রাফি নিজেই।আকবর হায়দার মুন্নার প্রযোজনায় এই চলচ্চিত্রে মাহিয়া মাহী ছাড়াও আরো অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম,রাশেদ মামুন অপু, ফরহাদ লিমন সহ আরো অনেকে। সবকিছু ঠিক থাকলে এই ঈদে অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে ‘অক্সিজেন'।
ঢাকাটাইমস/১৯জুলাই/এলএম/এসকেএস

মন্তব্য করুন