কোয়াবের দায়িত্ব পেলেন মোসাদ্দেক-নাসিররা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ জুলাই ২০২০, ১১:৫৬
অ- অ+

টাইগার ক্রিকেটারদের যাবতীয় সুযোগ-সুবিধা দেখভালের দায়িত্বে আছে ক্রিকেটার্স ওয়েলফার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। এতোদিন সংগঠনটি কার্যক্রম শুধু ঢাকা কেন্দ্রিক থাকলেও এবার ডালপালা মেলতে শুরু করেছে। এরই মধ্যে জেলাভিত্তিক কমিটি দেওয়া শুরু করেছে কোয়াব।

কোয়াবের পক্ষ থেকে রোববার ১০ জেলায় দেওয়া হয়েছে নতুন কমিটি। এ নিয়ে মোট ২০টি জেলায় কমিটি দেওয়া হয়েছে কেন্দ্র থেকে। ক্রিকেটারদের সংগঠনটির মূল উদ্দেশ্য বন্ধ হওয়া জেলা লিগগুলো পুনরায় চালু করা। এছাড়াও ক্রিকেটারদের অধিকার ও সুযোগ-সুবিধাগুলো দেখতে কাজ করবে জেলা কমিটিগুলো।

২৬ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে কোয়াব। যেখানে রংপুর জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার নাসির হোসেন। সাধারণ সম্পাদকের পদে বসেছেন সোহরাওয়ার্দী শুভ।

কোয়াবের ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আরেক অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী সহ-সভাপতি হয়েছেন। হবিগঞ্জ জেলা কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ দলের সাবেক পেসার নাজমুল হোসেন।

জেলা পর্যায়ের কমিটি নিয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল বলেন, ‘আমরা এর আগে বেশ কয়েকটি জেলায় কমিটি দিয়েছি। এবার আরো ১০ জেলায় কোয়াবের নতুন কমিটি দিলাম। আশা করি ২ মাসের মধ্যে ৬৪ জেলাতেই কমিটি দিতে পারবো।’

এদিকে গত বছরের অক্টোবরে আন্দোলনে নেমেছিলেন ক্রিকেটাররা। যেখানে ১৩ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল, কোয়াবের বর্তমান দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগ করতে হবে। এই সংগঠনের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

সেই সঙ্গে পেশাদার ক্রিকেটার অ্যাসোসিয়েশন নামে আরেকটি সংগঠন প্রতিষ্ঠিত করতে হবে। ক্রিকেটাররা নির্বাচন করেই তাদের ঠিক করবেন। পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে তারা কাজ করবে। সেই দাবি আমলে নিয়ে নতুন কমিটি করার পাাশাপাশিষ চলছে তারা কাজ করবে। সেই দাবি আমলে নিযে নতুন কমিটি করার পাশাপাশি চলছে কোয়াবের নির্বাচনের প্রস্তুতিও।

(ঢাকাটাইমস/২৯ জুলাই/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকার নিম্ন আয়ের বসতি এলাকায় আনসার বাহিনীর টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ফারুক হোসেন
দলীয় অর্ধশতকের আগেই পাঁচ উইকেট নাই পাকিস্তানের
আখাউড়া-কসবায় সাবেক কাউন্সিলরসহ আ.লীগের চার নেতা গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা