ভাতা পেলেন ৮৫ ক্রীড়াবিদ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২০, ১৭:১১| আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৭:৩০
অ- অ+

প্রথমবারের মতো চালু হওয়া মাসিক ক্রীড়া ভাতার চেক ক্রীড়াবিদদের হাতে তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। বুধবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক প্রথমবারের মতো প্রবর্তিত মাসিক ক্রীড়া ভাতা অর্থ অস্বচ্ছল, আহত, অসমর্থ ক্রীড়াবিদদের হাতে তুলে দেন প্রতিমন্ত্রী।

গত অর্থ বছরে মোট এক হাজার ১৫০ জন ক্রীড়াবিদকে সর্বমোট ২ কোটি ৭৬ লাখ টাকা মাসিক ভাতা হিসেবে প্রদান করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার ঢাকা জেলার ৮৫ জন অস্বচ্ছল ক্রীড়াবিদের মাঝে মাসিক ভাতার চেক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন জাতির পিতার স্মৃতি বিজড়িত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সৃষ্টি লগ্ন থেকেই এ প্রতিষ্ঠান জাতির পিতার লালিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে ক্রীড়াসেবীদের কল্যাণে তাদের দারিদ্র্য হ্রাসের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

ক্রীড়া, খেলাধুলা ও শরীরচর্চায় যেসব ক্রীড়াসেবী উল্লেখযোগ্য অবদান রাখছেন বা রেখেছেন তাদের বা তাদের পরিবারের সদস্যদের কল্যাণের জন্য আর্থিক এককালীন অনুদান/ মাসিক ভাতা প্রদানের মাধ্যমে ফাউন্ডেশনের ক্রীড়ার মান উন্নয়নে উৎসাহ প্রদান করে আসছে। এছাড়াও এ ফাউন্ডেশন অসুস্থ খেলোয়াড়দের উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করে আসছে।

প্রতিমন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণের শুরু থেকেই আমরা আমাদের অসহায় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের আর্থিকভাবে সহায়তা করে আসছি। প্রথম দফায় আমরা এক হাজার ক্রীড়াবিদকে এক কোটি টাকা প্রদান করি। পরবর্তীতে আমরা আরও তিন কোটি টাকা দেশের তৃণমূল পর্যায়ের প্রায় চার হাজারের অধিক অসহায়, দুঃস্থ ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে বিতরণ করি। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনে আরো দশ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। আমরা সেটিও দীর্ঘ মেয়াদে রেখে লভ্যাংশ হতে খেলোয়াড় বা ক্রীড়া সংশ্লিষ্টদের সহযোগিতা করব।’

এ সময় ক্রীড়াক্ষেত্রে সার্বিক পৃষ্ঠপোষকতার জন্য প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন হতে এ পর্যন্ত ৫ হাজার ৪ শত ৪৯ জন ক্রীড়াসেবীকে ৯ কোটি ১১ লক্ষ ৩৫ হাজার টাকা এককালীন আর্থিক অনুদান /মাসিক ভাতা হিসেবে প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যান ফাউন্ডেশনের সচিব মো: মোশারফ হোসেন মোল্লা সভাপতিত্ব করেন।

(ঢাকাটাইমস/১২ আগস্ট/বিইউ/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা