মাদারীপুরে মাদক কারবারির যাবজ্জীবন

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৭ আগস্ট ২০২০, ১৭:৩৮

মাদক মামলায় মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়ার আনিচ হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এই রায় দেন। রায়ে দোষী ব্যক্তিকে আরো ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডেরও রায় দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২১ মে মাদারীপুর সদর থানার এসআই সুলতান মাহমুদ গোপন সংবাদে চরমুগরিয়ার খাদ্য গুদাম এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ৫০ বোতল ফেনসিডিলসহ সদর উপজেলার নয়াচর গ্রামের মৃত মৌজ আলী হাওলাদারের ছেলে আনিচ হাওলাদার (৩৭) ও যশোরের হানিফ মোড়লের ছেলে এমদাদুল ইসলাম (৩৪) কে আটক করে। এ ব্যাপারে পরদিন সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।

মামলার দীর্ঘ শুনানি শেষে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

রায়ে এমদাদুল ইসলামের কোন দোষ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আর আনিচ হাওলাদার দোষী হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। আনিচ হাওলাদার রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন। রায়ের আদেশ শুনে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এ ব্যাপারে জজ কোর্টের পিপি সিদ্দিকুর রহমান সিং বলেন, ‘আনিচ হাওলাদারের বিরুদ্ধে এই মামলা ছাড়াও প্রায় ৫০টি মামলা রয়েছে। এই রায়ের মাধ্যমে মাদক কারবারিদের জন্যে অশনি সংকেত হয়ে থাকবে। অন্য মাদক মামলাও দ্রুত নিষ্পত্তি করা হবে।’

(ঢাকাটাইমস/১৭আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

গাইবান্ধায় নির্বাচনি সহিংসতার মামলায় জনপ্রতিনিধি-আ.লীগ নেতাসহ কারাগারে ১১৯

টেকনাফ উপজেলা আ. লীগ সভাপতিকে কারাগারে পাঠালেন আদালত

বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, যুবক নিহত

ছয় ঘণ্টার বৃষ্টিতে ফের তলিয়ে গেছে সিলেট নগরী

বিলাইছড়িতে ইউপি চেয়ারম্যান হত্যা মামলায় ৪ আ.লীগ নেতা গ্রেপ্তার

দুই প্রার্থীর সমাবেশ ঘিরে বগুড়ার ধুন‌টে ১৪৪ ধারা জা‌রি

সামেকে ‘স্পাইন সার্জারি ইউনিট’ প্রতিষ্ঠা করতে চান ডা. পলাশ

বোয়ালমারীতে বালুবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল কৃষকের

চাঁদপুরে নদীতে মাছ শিকারে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু

শেরপুর জেলা হাসপাতালে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আইসিইউ-সিসিইউর যন্ত্রপাতি

এই বিভাগের সব খবর

শিরোনাম :