বকেয়া বেতন-ভাতার দাবিতে চিনিকল শ্রমিকদের বিক্ষোভ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ১৮:৪০

প্রায় সাত মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না পাবনা চিনিকলের ৬৭৯ জন শ্রমিক-কর্মচারী। ফলে বাধ্য হয়ে তারা বুধবার সকাল ১০টায় মিল গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন। এসময় শত শত শ্রমিক বেতনের দাবিতে এক দফা দাবি তুলে স্লোগান দিতে থাকেন।

পরে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন- পাবনা চিনি কলের সিবিএ সভাপতি সাজেদুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন সরদার, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, সিবিএর সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাবু প্রমুখ।

বক্তব্য শেষে তারা আগামী সাত দিনের মধ্যে মিল কর্তৃপক্ষ এ সমস্যার সমাধান না করলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়ার হুমকি দেন।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :