স্বাস্থ্যবিধি মেনেই এবারে পালিত হবে বাউফলের দুর্গোৎসব

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২০, ২১:০৬

করোনাকালে সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনেই পালিত হবে পটুয়াখালীর বাউফল উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। জাতীয় পূজা উৎযাপন পরিষদের বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমনটিই জানিয়েছেন স্থানীয় পূজা মণ্ডপ কমিটির সংশ্লিষ্টদের।

সূত্রে জানা গেছে, গত বছরের পটুয়াখালীর সদর উপজেলাসহ মোট আটটি উপজেলার ১৮৪টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে বাউফল উপজেলায় রয়েছে ৬৯টি পূজা মণ্ডপ।

জাতীয় পূজা উদযাপন পরিষদের বাউফল উপজেলা শাখার সাধারণ সম্পাদক অতুল পাল বলেন, এ বছর সংক্রমণ ব্যধি করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায়, সংক্রমণ ব্যধি করোনাভাইরাসের থেকে রক্ষা পাওয়ার জন্য সরকারে স্বাস্থ্য বিভাগ জনসাধারণের চলচলের উপর কিছু নির্দেশনা দিয়েছে। এ স্বাস্থ্যবিধি মেনেই এবারে পালিত হবে দুর্গোৎসব।

এর জন্য পূজা মণ্ডপে প্রবেশের আগে মণ্ডপের সামনে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা, পূজা মণ্ডপে দর্শনার্থীদের ভিড় যাতে না হয়- সেদিকে লক্ষ্য রাখা, এমনকি মুখে মাস্ক ছাড়া মন্দির প্রাঙ্গনে প্রবেশ নিষেধ, এমন নির্দেশনা পূজা মণ্ডপ কমিটির সংশ্লিষ্টদের জানানো হয়েছে।

বাউফল পৌর কালীবাড়ি দুর্গাপূজা মন্ডপ পরিচালনা কমিটির সভাপতি সুশান্ত সাহা বলেন, বিগত বছরগুলোতে দুর্গা পূজার মতন ব্যয়বহুল সার্বজনীন পূজার সহযোগিতার জন্য দেশের বিভিন্ন এলাকায় চাঁদা আদায় করার একটি প্রচলন আছে। এ বছর করোনাভাইরাসের কারণে সেটা সম্ভব হবে না। তাই এ বছর সরকারের পক্ষ থেকে বিগত বছরের থেকে বেশি পরিমাণ আর্থিক সাহায্যের দাবি জানিয়েছেন।

জাতীয় পূজা উৎযাপন পরিষদের বাউফল উপজেলা শাখার সভাপতি সনজিৎ সাহা বলেন, সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনেই এবারের শারদীয় দুর্গোৎসব পালিত হবে। বিগত বছরের চেয়ে এ বছর মণ্ডপ প্রতি যাতে সরকারের অনুদান আরো বেশি দেওয়ার দাবি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :