টুঙ্গিপাড়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত: শিক্ষকদের পদত্যাগের ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর গাজীকে কুশলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন লাঞ্ছিত করার ঘটনার বিচার দাবিতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ওই বিদ্যালয়ের সকল শিক্ষক।

এ ঘটনার বিচারের দাবিতে বুধবার শিক্ষকদের স্বাক্ষরিত একটি চিঠি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরাবর প্রদান করা হয়।

এর আগে গত ২৬ আগস্ট জেলা প্রশাসক বরাবর এ ব্যাপারে একটি অভিযোগ করেন শিক্ষক মিজানুর রহমান গাজি।

জানা গেছে, গত ২৪ আগস্ট ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ও অন্যান্য শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী বিদ্যালয়ের জায়গায় শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। এ সময় চেয়ারম্যান খালিদ হোসেন এসে ওই শিক্ষকের বাবা-মা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে কাজে বাধা দেয় এবং তাকে লাঞ্ছিত করে বলে অভিযোগ আনেন।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এএস/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :