কুড়িগ্রামে দুধকুমার নদ খননের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৫

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জের দুধকুমার নদ খনন, বাঁধ সংরক্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবিতে মানববন্ধন করেছে দুধকুমার পাড়ের এলাকাবাসী। রবিবার রায়গঞ্জ ইউনিয়নের নতুন স্লুইচগেট সংলগ্ন দুধকুমার নদপাড়ে এই মানববন্ধন হয়।

এলাকাবাসী ছাড়াও এতে অংশ নেন- রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনসহ স্থানীয় অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন।

মাববন্ধনে বক্তারা বলেন, ‘দুধকুমার নদ কিছুদিন আগেই নামমাত্র খনন করা হয়েছে। যা এলাকাবাসীর কোনো কাজে লাগেনি। ফলে চরধাউরারকুটি গ্রামটি এখন বিলীনের পথে।’

এসময় মাঝিটারী†থেকে চরধাউরারকুটি পর্যন্ত বিলুপ্তপ্রায় বাঁধটি সংরক্ষণের দাবি জানান তারা। ‡সেইসঙ্গে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পুনর্বাসন ও সরকারি সহায়তার দাবি জানানো হয়।

মামুনুর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- জেলা গণকমিটির প্রতিষ্ঠাতা সভাপতি তাজুল ইসলাম, আব্দুল কাদের, খন্দকার আরিফ, আব্দুল মান্নান প্রধান, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক জাহিদ খান, মাজাফফর হাসান প্রমুখ।

(ঢাকাটাইমস/৬সেপ্টেম্বর/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :