বরিশাল কর ভবনে আগুন, পুড়েছে গুরুত্বপূর্ণ নথি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৮| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১১:০৬
অ- অ+
বরিশাল কর ভবন (ফাইল ছবি)

বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এই আগুনে কম্পিউটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার ভোরে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দমকল বাহিনীর এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন। তিনি জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

আগুন নেভানোর আগেই অফিস কক্ষের তিনটি এসি, দু’টি স্টিলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়েছে বলে জানা গেছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক তথ্য এখনো জানা যায়নি।

ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাসপাতালের গার্ডকে চড় মেরে স্বাস্থ্য মন্ত্রণালয় হারান মুরাদ হাসান! কোথায় এখন!
ভারতের ইন্ধনে সরকার উৎখাত ষড়যন্ত্রে লিপ্ত এনবিআর- রাশেদ প্রধান
নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রকারীদের বিচার হবে : আমিনুল হক 
গাজীপুরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৪  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা