শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগের দোয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২০, ২২:৫১
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে হাইকোর্ট মাজার মসজিদে তার দীর্ঘায়ু কামনা করে দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ।

শুক্রবার শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের চার দিনের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

মিলাদ মাহফিল পরিচালনা করেন হাইকোর্ট মাজার মসজিদের ঈমাম মাওলানা মোহাম্মদ নাসির আহমেদ।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহসভাপতি আহাম্মদ উল্লাহ মধু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবুসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, সাবেক যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, সাবেক কৃষি ও সমবায় সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সহসম্পাদক মিজানুর রহমান, মোয়াজ্জেম হোসেন, তাজ উদ্দিন আহমেদ, মো. ইসলাম, জহির উদ্দিন খসরু, সাবেক কেন্দ্রীয় নেতা মোল্লা রওশন জামির রানা, এনআই আহমেদ সৈকত, মশিউর রহমান চপল, মুকিত চৌধুরী, ফিরোজ উদ্দিন, ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন চৌধুরী কামালসহ কেন্দ্রীয় যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/কারই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা