‘অপরাজেয় মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৫২ | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশিত ‘অপরাজেয় মুজিব’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।

শনিবার সকালে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়াম হলে এ মোড়ক উন্মোচন করা হয়।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. কে. এম. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি নেতা কাজী ফিরোজ রশীদ। অনুষ্ঠান পরিচালনা করেন ডা. শাশ্বত ধর সম্রাট।

প্রধান অতিথির বক্তব্যে কাজী ফিরোজ রশীদ বলেন, ‘বঙ্গবন্ধু এই জাতিকে শুধু স্বাধীনতার স্বপ্ন দেখাননি। বরং তিনি এদেশকে স্বাধীন দেশ উপহার দিয়েছেন। বঙ্গবন্ধুর নির্দেশে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন করেছি। যুদ্ধ শেষে বঙ্গবন্ধুর পায়ের নিচে অস্ত্র জমা দিয়ে দেশ গঠনে কাজ শুরু করি।‘

মোড়ক উন্মোচন শেষে কাজী ফিরোজ রশীদ হাসপাতালের জরুরি বিভাগ, চেস্ট পেইন ইউনিট (সিপিইউ), পোস্ট অপারেটিভ ওয়ার্ড উদ্বোধন করেন।

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, ‘বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা বাংলাদেশ নামক দেশটির স্বাধীনতা পেয়েছি। আর বাঙালি জাতির যত অর্জন সব কিছুই বঙ্গবন্ধুর হাত ধরে এসেছে। বঙ্গবন্ধু অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করার লক্ষ্যে বঙ্গকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পাশে থেকে অনুসরণ করুন।‘

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের গভর্নিং বডির চেয়ারম্যান ও ঢাকা- ৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. ইফফাত আরা, গভর্নিং বডির সদস্য গাজী সারোয়ার হোসেন বাবু, হাজী মো. সেলিম, আইয়ুব আলী খান, ড. মো. ইউনুস আলী আকন্দ, ডা. মো. শফিকুর রহমান, ডা. মিজানুর রহমান কল্লোল, ডা. মাকসুদুল আলম, অধ্যাপিকা ডা. ওয়ানাইজা রহমান, ডা. বিমল কুমার আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/কারই/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

রাজধানীতে ২৪ ঘণ্টায় ২৭ মাদকসেবী ও বিক্রেতা গ্রেপ্তার

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :