কক্সবাজারে দুই লাখ ইয়াবাসহ আটক ৩

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০, ১৯:১৩

কক্সবাজারের উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ৩৮ হাজার ৮০০ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার সকালে পালংখালী তাজনিমারখোলা পশ্চিমপাড়া সৈয়দ আলম মনোয়ারের বাড়িতে পাচারের উদ্দেশ্যে বিপুল সংখ্যক ইয়াবা মজুদের গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি আভিযানিক টহলদল তাজনিমারখোলা পশ্চিমপাড়া এলাকার ফকির মোহাম্মদের বাড়িতে তল্লাশি চালায়। সেখানে রান্না ঘরে মাটির নিচে বালতিভর্তি এক লাখ ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় সৈয়দ আলম মনোয়ারকে(৩৫) আটক করা হয়।

অন্যদিকে রেজুপাড়া বিওপির সদস্যরা রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকায় কোটবাজারগামী যাত্রীবাহী অক্টোরিকশায় তল্লাশি চালিয়ে ব্যাগভর্তি এক লাখ ইয়াবাসহ একজনকে আটক করে। আটক জামাল হোসেন(২১) রত্নাপালং ইউনিয়নের খলুরবাপেরপাড়া এলাকার বাসিন্দা।

একইদিন কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী যাত্রিবাহী সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ নুর(২৮) নামে একজনকে আটক করে। তিনি টেকনাফের নয়াপাড়া এলাকার বাসিন্দা।

ইয়াবাসহ তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ। তিনি জানান, আটকদের সংশ্লিষ্ট মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১২অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :