গাজীপুরে যুবকের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ অক্টোবর ২০২০, ১৭:৩০
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর সাথে মোবাইল ফোনে অশ্লীল কথাবার্তার জেরে মাতব্বরদের ধার্য করা জরিমানার ত্রিশ হাজার টাকা দিতে না পেরে হাবিব রানা নামে এক যুবক আত্মহত্যা করেছে। এসময় তাকে গ্রাম্য মাতব্বরা মারধর ও বিভিন্নভাবে অপমান, অপদস্ত করে বলে অভিযোগ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত হাবিব রানা বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের আবুল কালাম শেখের ছেলে। তিনি পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটি গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় হ্যামস্ গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।

ভিকটিম শিশুটির বাবা জানান, পরিবাবরসহ মনির হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয়ভাবে দিনমজুরের কাজ করেন তিনি। পারিবারিক কারণে তিনি তার স্ত্রীর মোবাইল ফোনে অটো রেকর্ডিং চালু রাখতেন। তাদের পাশের কক্ষেই ভাড়া থাকতেন হাবিব রানা। মাঝে মধ্যে তার মেয়ের জন্য মজাদার খাবার কিনে আনত হাবিব। শনিবার রাতে তিনি কাজ থেকে ফিরে ফোনের অটো রেকর্ডিংয়ে হাবিব ও তার মেয়ের বিভিন্ন আপত্তিকর কথা শুনতে পান। এসময় তিনি হাবিবকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও মারধর করেন। পরে বিষয়টি বাড়ির মালিকসহ স্থানীয়দের জানান।

নিহতের বড় ভাই মফিজুর রহমান বলেন, আমি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টস্ কারখানায় কাজ করি। রাত ৯টার দিকে বাড়ির মালিক মনির হোসেন বিষয়টি আমাকে জানিয়ে দ্রুত ঘটনাটি মীমাংসা না করলে তাকে থানা পুলিশের কাছে দেয়া হবে বলে জানান। ঘটনা শুনে রাতেই আমি নারায়ণগঞ্জ থেকে শ্রীপুরে চলে আসি। পরে স্থানীয় মোজাম্মেল, জহির, বাড়ির মালিক মনির, নবী হোসেন ও চান মিয়া ঘটনার মীমাংসা করে দেয়ার জন্য ত্রিশ হাজার টাকা দাবি করেন। আমি মাঝরাতে টাকার কোন ব্যবস্থা করতে পারেননি। সকালে মোবাইল ব্যাংকিংয়ে পাঠানো টাকা তুলতে বাজারে যাই। পরে বাজারে থাকাকালীন আমাকে জানানো হয়, আমার ভাই হাবিব গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি।

শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান, আর্থিক জরিমানা না মেয়েটির সঙ্গে সম্পর্কের কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৫অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা