গণমাধ্যমের স্বাধীনতা বাড়ানোর আহ্বান যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ নভেম্বর ২০২০, ২০:৩০

সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বিবৃতি দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দূতাবাস। পৃথক বার্তায় দুই দূতাবাস গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে।

সোমবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার এক বার্তায় বলেন, ‘চলমান বিশ্ব স্বাস্থ্য সংকট প্রেসের স্বাধীনতাকে আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের বিচারহীনতা অবসানের আন্তর্জাতিক দিবসে, আমরা সাংবাদিকদের পাশে দাঁড়িয়েছি যারা জীবন রক্ষাকারী তথ্য প্রকাশের জন্য নিজেদের জীবনের ঝুঁকি নিয়েছেন।’

অন্যদিকে যুক্তরাজ্যের দূতাবাস বার্তায় বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা মানেই সমাজের সকলের স্বাধীনতা। সারা পৃথিবীতে আজ সাংবাদিকরা নানান ধরনের আক্রমণের শিকার হচ্ছেন। গণমাধ্যমের ওপর আক্রমণ স্বাধীনভাবে মত প্রকাশের মৌলিক মানবাধিকারকে ঝুঁকিতে ফেলছে। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’

প্রতি বছর বিশ্বব্যাপি ইউনেস্কো ২ নভেম্বর সাংবাদিকদের বিরুদ্ধে সংঘঠিত অপরাধ বিচারহীনতা দিবস হিসেবে পালন করে থাকে।

(ঢাকাটাইমস/০২নভেম্বর/এনআই/জেবি)

সংবাদটি শেয়ার করুন

গণমাধ্যম বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

গণমাধ্যম এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :