স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে: সাংসদ দুর্জয়

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এএম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, স্বাধীনতাবিরোধীদের এখন থেকেই রুখতে হবে। তাদের কোন ক্রমেই দলে আনা যাবে না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার বিকালে ঘিওর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দুর্জয় আরো বলেন, আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ এবং সংঘবদ্ধ রাখতে সবাইকে একযোগে কাজ করতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি যারা অনুগত- সেই সব লোক দিয়ে নতুন নেতৃত্ব গড়ে তুলতে হবে।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা আ.লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ ফটো, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি রেজাউল করিম দরজী উজ্জ্বল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল ইসলাম খবির, সাধারণ সম্পাদক আব্দুল আলমি মিন্টু প্রমুখ।
(ঢাকাটাইমস/১০ডিসেম্বর/এলএ)

মন্তব্য করুন