সেপটিক ট্যাংকে বিস্ফোরণ, শিশুসহ নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ১৪:৩৯ | প্রকাশিত : ১৭ ডিসেম্বর ২০২০, ১৪:২৬

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংক বিস্ফোরণে শিশুসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন। গ্যাস জমে ট্যাংকে বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা উপজেলার রামারবাগ এলাকায় সোলায়মান-সাইদ সহোদরের তিনতলা বাড়ির নিচ তলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রামারবাগ এলাকার মামুনের ছেলে জিসান (৯) ও গার্মেন্ট শ্রমিক রাজ্জাক (৩২)।

আহতরা হলেন- একই এলাকার পিয়ার আলীর ছেলে সাকিব (১০) ও খাইরুলের স্ত্রী সাইদা বেগম (৩৫)।

ওই বাড়ির মালিক সাইদের স্ত্রী আঁখি আক্তার জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিকট শব্দে বাড়ির নিচ তলার ডান পাশের একটি রুমের নিচে সেপটিক ট্যাংকে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই রুমে ব্যাচেলর চারজন পুরুষ ভাড়া থাকেন। তারা বিজয় দিবসে গ্রামের বাড়ি যাওয়ায় রুমে কেউ ছিল না।

বিস্ফোরণে ট্যাংকের উপরের অংশ ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে। এমনকি রুমের দেয়াল ও দরজা ভেঙে গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বাড়ির পাশ দিয়ে একটি গলি সড়ক ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দেয়াল ঘেষে মেইন রোডে গিয়ে মিলেছে। সেই গলি সড়ক দিয়ে কয়েকজন পথচারী যাচ্ছিলেন মেইন রোডের দিকে।

এসময় বিকট শব্দে সেপটি ট্যাংক বিস্ফোরণ ঘটলে অন্তত চারজন আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, আহতদের মধ্যে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন নারীসহ দুজন।

(ঢাকাটাইমস/১৭ডিসেম্বর/কেআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :