নকল কীটনাশক তৈরি-বিক্রির অপরাধে ব্যবসায়ীর জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২১, ২১:২৪

জয়পুরহাটের কালাই উপজেলার কলেজপাড়া এলাকায় ভেজাল কীটনাশক তৈরি ও বিক্রির দায়ে আমিনুর রহমান নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের হাকিম মোবারক হোসেন এ জরিমানা করেন।

উদ্ধার বালাই নাশক উৎপাদনের সকল কাচামাল, প্যাকেট ও বোতল অনুমানিক মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ টাকা। পরে সেগুলোর আলামত রেখে সবগুলো উপাদানই আগুনে পুড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের হাকিম মোবারক হোসেন জানান, আমিনুর রহমান দীর্ঘদিন যাবত কলেজপাড়া এলাকায় ভাড়া করা একটি বাড়িতে ভেজাল উপকরণ দিয়ে নকল কীটনাশক তৈরি করে আসছিল। নকল কীটনাশক তৈরি করা হচ্ছে এমন সংবাদে অভিভযান চলিয়ে নকল কীটনাশক প্যাকেট উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :